Vorsa.in
70.2K subscribers
1.82K photos
10 videos
154 files
5.29K links
◼️Vorsa.in :: সমস্ত রকম Competitive পরীক্ষার Study Materials সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় ।

🏅Quiz Time : 09 AM (Quiz), 08 PM (GK)🏅

WhatsApp Channel :
https://whatsapp.com/channel/0029VaERPm7GufIoVfA2MK0E

📌Admin : @Sandip_ch_Barman
Download Telegram
🔥PSC Clerkship পরীক্ষার ই- অ্যাডমিট ডাউনলোড শুরু 2রা নভেম্বর 2024 থেকে clerkship প্রিলি পরীক্ষা শুরু হবে আগামী 16& 17 নভেম্বর থেকে। প্রিলি পাশ করলেই মেন পরীক্ষা
📌 প্রিলি পরীক্ষা পাস করার জন্য আজ থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। নিজের প্রস্তুতি জোরদার করতে প্রয়োজন একটি ভালো প্র্যাকটিস সেটের ও সাজেশন বই
📢 Clerkship প্রিলি পরীক্ষার জন্য -এর আমাদের সাজেশন বইটি আজকেই সংগ্রহ করুন। সঙ্গে পেয়ে যাবেন 50টি FREE OMR BOOKLET
📚 বইটি সবচেয়ে কম দামে সংগ্রহ করার জন্য নিচের লিংকে ক্লিক করুন
https://imojo.in/Wbpscsurecommon
🔴ডেমো পিডিএফ লিংক
https://youtu.be/9wTBowp5yJs?si=-f-ymcizDgK42tQU
📥 📚হার্ড-কপি নিতে চাইলে কুরিয়ার মাধ্যমে নিজের ঠিকানায় করে পাঠানো হবে  হার্ড-কপি নেওয়ার জন্য যোগাযোগ করতে পারো
https://wa.me/+919073294223
Forwarded from Vorsa.in
🌼 ভূগোল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর 🌼

♨️ KOLKATA POLICE ♨️ WBP ♨️ FOOD SI ♨️ LADY CONSTABLE ♨️ WBCS 👇

01. মৌসুমি জলবায়ুর দেশ কাকে বলা হয়?
Ans: ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয়।

@VorsaOfficial @VorsaOfficial
@VorsaOfficial @VorsaOfficial

02. কোন দেশ মৌসুমী বায়ুর দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়?
Ans: ভারতের জলবায়ু মৌসুমী বায়ুর দ্বারা সর্বাধিক প্রভাবিত।

03. আম্রবৃষ্টি কাকে বলে?
Ans: দক্ষিণ ভারতে গ্রীষ্মকালে বর্জ্য বিদ্যুৎ সহজে ঝড়-বৃষ্টি হয় তাকে আম্রবৃষ্টি বলে।

04. মৌসুমী কথাটি কোথায় থেকে নেওয়া হয়েছে?
Ans: মৌসুমী কথাটি আরবীয় শব্দ মৌসুম থেকে নেওয়া হয়েছে।

05. উত্তর পূর্ব মৌসুমি বায়ু কেমন প্রকৃতির?
Ans: উত্তর পূর্ব মৌসুমি বায়ু শীতল ও শুষ্ক প্রকৃতির।

06. ভারতের একটি শীতল মরুভূমির উদাহরণ দাও?
Ans: লাদাখ ভারতের একটি শীতল মরুভূমি।

07. ভারতে প্রবাহিত একটি সাময়িক বায়ুর উদাহরণ দাও?
Ans: ভারতে প্রবাহিত মৌসুমী বায়ু একটি সাময়িক বায়ু।

08. কোন বায়ু ভারতের স্বাধীনভাবে আবহাওয়া ও জলবায়ু কে নিয়ন্ত্রণ করে।
Ans: স্থানীয় বায়ু ভারতের স্বাধীনভাবে আবহাওয়া ও জলবায়ু কে নিয়ন্ত্রণ করে।

09. কর্নাটকে আম্র বৃষ্টি কি নামে পরিচিত?
Ans: কর্নাটকে আম্র বৃষ্টি চেরি ব্লসম নামে পরিচিত।

10. ভারতে শীতকালে কোন বায়ু প্রবাহিত হয়?
Ans: ভারতে শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়।

11. অক্টোবর-নভেম্বর মাসে ভারতে কোন ঋতু দেখা যায়?
Ans: অক্টোবর-নভেম্বর মাসে ভারতে শরৎ ঋতু দেখা যায়।

12. শরতকালে দক্ষিণ পশ্চিম কোন বায়ু ভারত থেকে প্রত্যাগমন করে।
Ans: শরতকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারত থেকে প্রত্যাগমন করে।

13. ভারতের একটি বন্যা প্রবণ অঞ্চল কোনটি?
Ans: ভারতের একটি বন্যা প্রবণ অঞ্চল হল অসম উপত্যকা।

14. কোন বায়ু ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের সহায়তা করে?
Ans: পূবালী জেট বায়ু ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের সহায়তা করে।

15. কোথায় ভারতের স্তেপ জলবায়ু দেখা যায়?
Ans: ভারতের স্তেপ জলবায়ু দেখা যায় রাজস্থানের পূর্বে।

16. আঁধি কাকে বলে?
Ans: রাজস্থানের ধুলিঝড় আঁধি নামে পরিচিত।

17. কোন বায়ু হলো স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ।
Ans: মৌসুমী বায়ু হলো স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ।

18. মৌসুমি বিস্ফোরণ কাকে বলে?
Ans: বর্ষাকালের শুরুতে যে ঝড় বৃষ্টি হয় তাকে মৌসুমি বিস্ফোরণ বলে।

19. মৌসুমী বায়ুর প্রকৃতি কেমন ?
Ans: মৌসুমী বায়ুর প্রকৃতি অনিশ্চিত।

@VorsaOfficial @VorsaOfficial
@VorsaOfficial @VorsaOfficial

20. লু কাকে বলে?
Ans: উত্তরপ্রদেশ,বিহার, গ্রীষ্মের দুপুরে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম লু।