আজ অমর একুশে। ২০০০ সাল থেকে এই দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। বাঙালির কাছে অবশ্য এর ঢের আগে থেকে এই দিন 'ভাষা দিবস' বা 'শহীদ দিবস'। উর্দু ভাষার কাছে পূর্ব পাকিস্তানের মাথা নত না করার লড়াই। পৃথিবীর ইতিহাসে, ভাষার জন্য এমন লড়াইয়ের নজির সত্যিই বিরল। শুধুমাত্র নিজের মাতৃভাষা বাঁচানোর তাগিদে ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিল সালাম, সফিউর ,বরকত, রফিক আর জব্বর। আর এই ছাত্র আন্দোলনেরই ফসল মুজিবুর রহমান। ভাষা নিয়ে মাত্রাধিক আবেগ প্রকাশ নয়, কিন্তু এই দেশে যখন প্রতিনিয়ত হিন্দিকে রাষ্ট্রভাষা প্রতিপন্ন করার চেষ্টা চলছে, তখন এই দিনের তাৎপর্য বারবার মনে করিয়ে দিতে হবে বৈকি! এ ছাড়া বিকল্প নেই।
#InternationalMotherLanguageDay
#Md360
#Deborti_Ghosh
#InternationalMotherLanguageDay
#Md360
#Deborti_Ghosh
❤10👍4
আজ অমর একুশে। ২০০০ সাল থেকে এই দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। বাঙালির কাছে অবশ্য এর ঢের আগে থেকে এই দিন 'ভাষা দিবস' বা 'শহীদ দিবস'। উর্দু ভাষার কাছে পূর্ব পাকিস্তানের মাথা নত না করার লড়াই। পৃথিবীর ইতিহাসে, ভাষার জন্য এমন লড়াইয়ের নজির সত্যিই বিরল। শুধুমাত্র নিজের মাতৃভাষা বাঁচানোর তাগিদে ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিল সালাম, সফিউর ,বরকত, রফিক আর জব্বর। আর এই ছাত্র আন্দোলনেরই ফসল মুজিবুর রহমান। ভাষা নিয়ে মাত্রাধিক আবেগ প্রকাশ নয়, কিন্তু এই দেশে যখন প্রতিনিয়ত হিন্দিকে রাষ্ট্রভাষা প্রতিপন্ন করার চেষ্টা চলছে, তখন এই দিনের তাৎপর্য বারবার মনে করিয়ে দিতে হবে বৈকি! এ ছাড়া বিকল্প নেই।
#InternationalMotherLanguageDay
#Md360
#Deborti_Ghosh ©
#InternationalMotherLanguageDay
#Md360
#Deborti_Ghosh ©
❤7👍6🥰1